Main Content

Agri cluster admission test was held at the HAU center

News Image

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে সুষ্ঠুভাবে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) সকাল ১১ টায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রের দুটি অঞ্চলে কৃষি গুচ্ছের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ সদরের ভাদৈ এলাকায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস ও সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত পরীক্ষায় মোট ১০৫১ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৫১৯ জন। উপস্থিতির শতকরা হার ৪৯.৩৮।

সকাল সোয়া ১১ টায় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ। কেন্দ্র পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ বলেন, ‘সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে কৃষি গুচ্ছের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে প্রায় ৪৯ শতাংশ পরীক্ষার্থী উপস্থিত হয়েছেন। এছাড়া সকলের সহযোগিতায় কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই আমরা সফলভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে সক্ষম হয়েছি’।

২০২৩-২৪ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছভুক্ত নয়টি বিশ্ববিদ্যালয়ে মোট আসন সংখ্যা রয়েছে তিন হাজার ৭১৮টি। এর মধ্যে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের তিনটি অনুষদে আসন রয়েছে ৯০টি।

উল্লেখ্য, এবারের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার সার্বিক তত্ত্বাবধানে রয়েছে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়।