Main Content

শোকাবহ আগস্টের প্রথমদিনে কালো ব্যাজ ধারণের মাধ্যমে হকৃবিতে শোকের মাসের কর্মসূচী শুরু

News Image
..

শোকাবহ আগস্টের প্রথম দিনে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের (হকৃবি) শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ কালো ব্যাজ ধারণ করেছেন।

মঙ্গলবার (১ আগস্ট) সকাল ৯টায় শোকের মাস আগস্টের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মাসব্যাপী কালো ব্যাজ ধারণের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় জাতীয় দিবস উদযাপন কমিটি।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুল বাসেত। কালো ব্যাজ ধারণ করে ১৫ আগষ্টের সকল শহীদদের স্মরণ করে এক মিনিট নিরবতা পালন করেন বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।