Main Content

Notice

Title :নির্ধারিত নতুন অফিস সময়সূচী

Date :30 Jun 2024

এতদ্বারা হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট সকলের অবগতি ও কার্যার্থে জানানো যাচ্ছে যে,জনপ্রশাসন মন্ত্রনালয়ের জারিকৃত প্রজ্ঞাপন স্মারক নং-০৫.০০.০০০০.১৭৩.০৮.০০৪.১০.৭০ তারিখ ০৬/০৬/২০২৪ মোতাবেক আগামী ২৩/০৬/২০২৪ তারিখ হতে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ বিশ্ববিদ্যালয়ের সকল অফিস কার্যক্রম সকাল ৯:০০ ঘটিকা  থেকে বিকাল ৫:০০ ঘটিকা পর্যন্ত (বেলা ১:০০ ঘটিকা হতে ১:৩০ ঘটিকা প্ররযন্ত যোহরের নামাজ ও মধ্যাহ্ন ভোজের বিরতিসহ ) চালু থাকবে।

তবে জরুরী সেবাসমূহ যথাঃ বিদ্যুৎ,গ্যাস,পানি সরবরাহ শাখা ও আইসিটি সেল নতুন অফিস সময়সুচির আওতা বহির্ভুত থাকবে।