Main Content

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস ২০২৪ উপলক্ষে গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Event Image

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস ২০২৪ উপলক্ষে গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ অক্টোবর) বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ। বিশ্ব শিক্ষক দিবসের শুভেচ্ছা জানিয়ে উপাচার্য বলেন, ‘হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দক্ষভাবে গড়ে উঠতে হবে। শিক্ষকবৃন্দ নিজেদের দক্ষ করতে পারলেই কেবল শিক্ষার্থীরা একাডেমিক্যালি ও গবেষণায় ভালো করতে পারবেন। খুব শীঘ্রই শিক্ষা ও গবেষণার মানোন্নয়নের লক্ষ্যে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে’।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় গবেষণা সিস্টেমের পরিচালক সহযোগী অধ্যাপক ড. অরুণ চন্দ্র বর্মন, সহকারী প্রক্টর সহকারী অধ্যাপক ড. মোঃ আবুবকর সিদ্দীক, সহকারী অধ্যাপক নুসরাত হোসেন নুশি, সহকারী অধ্যাপক ড. মোঃ আমিনুল ইসলাম রাসেল, প্রভাষক ডাঃ জাকিয়া সুলতানা কলি, প্রভাষক ফারজানা খানম চাঁদনী, প্রভাষক ডাঃ সালাউদ্দিন ইউছুপ, প্রভাষক শাকির আহমেদ, প্রভাষক আব্দুল্লাহ আল মামুন, প্রভাষক তারতিলা মারজান লিজা, প্রভাষক নুসরাত জাহান পেখম, প্রভাষক আব্দুল্লাহ আল মাসুম, প্রভাষক ড. জাকারিয়া চৌধুরী অনিক, প্রভাষক আব্দুল্লাহ আল মামুন, প্রভাষক মোহতাসিম বিল্লাহ সাজিদ, প্রভাষক শাহ ইফতেখার আহমেদ সোহান।

আলোচনা সভায় সঞ্চালনা করেন জলজ সম্পদ ব্যবস্থাপনা ও সংরক্ষণ বিভাগের প্রভাষক ইফতেখার আহমেদ ফাগুন।